রোজায় অফিস নয়টা-সাড়ে ৩টা

০৬ এপ্রিল ২০২১

রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সুচি অনুযায়ী প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত, বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আইনের খসড়ার নীতিগত এবং খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

 

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর