গতকাল সোমবার (৫ এপ্রিল) কম থাকলেও আজ মঙ্গলবার থেকে আবার বাড়বে তাপমাত্রা।
আর দু’দিনের মধ্যে শুরু হবে তাপপ্রবাহ।২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের
বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।সোমবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে
আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত
নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে পশ্চিমা
লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই এক জায়গায়
অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রোববার কালবৈশাখী ঝড় এবং ঝড় পরবর্তী বৃষ্টির কারণে সোমবার তাপমাত্রা কিছুটা কম
থাকলেও সীতাকুণ্ড ও রাঙামাটির ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আগের
২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ২৩ মিলিমিটার। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা
ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাঙামাটিতে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এমকে