সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন

০৬ এপ্রিল ২০২১

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
সিংহভাগ শেয়ারের দর বাড়ার পাশাপাশি বড় উত্থান দেখা গেছে সব সূচকের।
লেনদেনের সময় সীমিত করায় আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২৮৪
কোটি ৫৬ লাখ টাকা।করোনার সংক্রমণ রোধে ৭ দিনের জন্য জারি করা সরকারি
নির্দেশনার আলোকে লেনদেনের সময় সীমিত করা হয়েছে শেয়ারবাজারে।
ডিএসইতে সোমবার মোট ৩২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর
বেড়েছে ২৩১টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির।লেনদেন হয় ২৩৬
কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।আগের
কার্যদিবসে এর পরিমাণ ছিল ৫২১ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকা। সোমবার ছয়
কোটি ৬০ লাখ ৮৬ হাজার ১৬৩টি শেয়ার ৫৬ হাজার ৪৫০ বার হাতবদল হয়।
লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে।
প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৭৭ দশমিক ৪৮
পয়েন্টে পৌঁছায়।ডিএসইএস সূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮২
দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে।আর ডিএস৩০ সূচক ৪৩ দশমিক ৫৩ পয়েন্ট
বেড়ে এক হাজার ৯৪৪ দশমিক ৬৫ পয়েন্টে স্থির হয়।বাজার মূলধন সাত হাজার
৫৮৫ কোটি চার লাখ ৭৯ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৫০ হাজার ৯৩০
কোটি ৮০ লাখ ৩৫ হাজার টাকায়।টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ
এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।
এমকে


মন্তব্য
জেলার খবর