নড়াইল সংবাদদাতা
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়েছে কয়েকজন মুখোশধারী ব্যক্তি। এই সময় ব্যবসায়ীর দোকান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল সদরের ধোপাখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মুজিবুর রহমান(৫০), ধোপাখোলা এলাকায় বাড়ির পাশেই ভাঙ্গারি ব্যবসা করেন তিনি। ঘটনার পরে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুজিবর রহমান বলেন, পাঁচ থেকে ছয়জন মুখোশধারী লোক মোটরসাইকেলে এসে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পিস্তল দিয়ে পায়ে গুলি ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আমার দোকানে থাকা লক্ষাধিক টাকা নিয়ে যায় তারা। পরিবারের লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
এফকে/এমকে