মন্তব্য
বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে দা-কুমড়ার সম্পর্ক চলে আসছে। এই বিরোধ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। দীর্ঘ দিন ধরে আয়েজন হয় না দ্বিপাক্ষিক কোনো সিরিজের।
এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের মর্যাদার এ আসরে অংশ নিতে ভারতের ভিসা চেয়ে আগে ভাগেই আবেদন করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো আবেদনে জানানো হয়েছে, ভারতের ভিসার নিশ্চয়তা দিতে হবে। তা না হলে বিশ্বকাপ ভারতের পরিবর্তে অন্য কোথাও আয়োজন করতে হবে।
পিসিবির সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের ভিসার নিশ্চয়তা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই।