চসিকের ৫০ শয্যার আইসোলেশন সেন্টারের উদ্বোধন

০৬ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরীর লালদীঘির দক্ষিণপাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। চসিকের লাইব্রেরি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় গড়ে তোলা ৫০ শয্যার সেন্টারটি মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উদ্বোধন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চসিক সূত্র জানায়,  দ্বিতীয়তলায় ৩৫ শয্যা থাকছে পুরুষদের জন্য,  তৃতীয়তলায় ১৫ শয্যা নারীদের। ইতিমধ্যে চসিকে পদায়ন করা ১১ জন চিকিৎসক যোগদান করেছেন। ১০জন চিকিৎসক সবসময় থাকবেন। এছাড়া ১২ জন প্যারামেডিকস, ৩জন ফার্মাসিস্ট, ৮জন ওয়ার্ডবয়, ২জন স্টোর কিপার, ৩জন ওয়ার্ড মাস্টার রোস্টার অনুযায়ী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। দু-এক দিনের মধ্যেই এ সেন্টারে রোগী ভর্তি শুরু হবে। 

চসিকের আরবান হেলথ প্রকল্প পিএ-১ এর প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. মুজিবুল আলম চৌধুরীকে কো-অর্ডিনেটর ও কাট্টলী ইপিডআই জোনের জোনাল মেডিক্যাল অফিসার ডা. সুমন তালুকদারকে সহকারী কো-অর্ডিনেটর করে ১১ চিকিৎসককে আইসোলেশন সেন্টারের মেডিক্যাল অফিসার পদে পদায়ন করা হয়েছে।

চসিকের কর্মকর্তারা বলছেন, প্রয়োজন অনুসারে আরও বেড বাড়ানোর পরিকল্পনা আছে তাদের। আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধপত্র-অক্সিজেন সার্পোট, খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় সুরক্ষা সেবা নিশ্চিত করা হবে। রোগী পরিবহন ও স্থানান্তরের জন্য থাকবে অ্যাম্বুলেন্স সার্ভিসও। আক্রান্ত রোগীর অবস্থা জটিলতর হলে তা সারিয়ে তুলতে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিশেষ পরামর্শ গ্রহণ করা হবে। থাকবে টেলি মেডিসিন সেবার ব্যবস্থা।

 

উদ্বোধনকালে চসিকের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক,  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইসোলেশন সেন্টারের সমন্বয়কারী চসিকের আরবান হেলথ প্রকল্প পিএ-১ এর প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. মুজিবুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর