লকডাউন না মানায় শাস্তিতে মৃত্যু

০৭ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণ রোধে ফিলিপাইনের ক্যাভিটে প্রদেশে কঠোর লকডাউন চলছে। এর মধ্যে ২৮ বছর বয়সী এক ব্যক্তি লকডাউনের কোয়ারেন্টাইন শর্ত ভেঙে বাইরে বের হন।

তিনি স্থানীয় এক দোকান থেকে পানি কিনছিলেন। এই অপরাধে পুলিশ তাকে দৈহিক শাস্তি দেয়। 

শাস্তি হিসেবে তাকে ৩০০ বার স্কোয়াটের মতো শরীর চর্চা করতে বাধ্য করে পুলিশ। আর এই শাস্তির কারণেই পরদিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 দ্যা গার্ডিয়ান


মন্তব্য
জেলার খবর