এরা নিম্ন মানসিকতার : ভাবনা

০৭ এপ্রিল ২০২১

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কয়েকটি ছবি ভাইরাল হয়। ছবিগুলো বইমেলায় কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এরপরে সেসব ভাইরাল হয়।

চলতি বছর বইমেলায় ভাবনার 'গোলাপি জমিন' নামের একটি উপন্যাস প্রকাশ হয়েছে। এই উপন্যাসের জন্যই মেলায় গিয়েছিলেন ভাবনা। পাঠক ও ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন। 

বিষয়টি নিয়ে ভাবনা বলেন, 'একটি শ্রেণি সারাদিন ফেসবুকে পড়ে থাকে শুধু মেয়েদের ছবির নিচে বাজে মন্তব্য করার জন্য। এদের কাজ নেই। সারাদিন এরা ওঁত পেতে থাকে কখন মেয়েরা ছবি পোস্ট করবে আর সেখানে তারা বাজে মন্তব্য করবে। এরা নিম্ন মানসিকতার। এদের মন্তব্যই আমি দেখি না। কিন্তু দিনশেষে আমিও তো মানুষ। আমারও তো পরিবার আছে কত সহ্য করা যায় এসব।'


মন্তব্য
জেলার খবর