যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

০৭ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘমেয়াদে এ অঞ্চলের সবগুলোর দেশের স্বার্থ রক্ষা করবে। কাজেই তা বন্ধ করা যাবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেন একথা মনে না করে যে, আন্তর্জাতিক বিষয়াদিতে তার কথাই শেষ কথা। চীনের সঙ্গে আলোচনা করতে আসলে যুক্তরাষ্ট্রের একতরফা দাবিগুলো মেনে নেওয়া হবে না। বেইজিংয়ের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে। তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সম অধিকারের ভিত্তিতে।


মন্তব্য
জেলার খবর