মন্তব্য
নাইজেরিয়ার একটি কারাগারে বন্দুকধারীদের হামলার পর প্রায় দুই হাজার বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় ইমো রাজ্যের ওভেরি শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে।
বন্দুকধারীরা রকেট চালিত গ্রেনেড, মেশিনগান, বিস্ফোরক এবং রাইফেল দিয়ে হামলা চালায়। হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে কারাগারটির প্রশাসনিক ব্লক উড়িয়ে দেয়। একইসঙ্গে কারাগারটিতে প্রবেশের জন্য তারা বিস্ফোরক ব্যবহার করে। পরে কারাগার থেকে এক হাজার ৮৪৪ জন বন্দি পালিয়ে যায়।
বিবিসি