মন্তব্য
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। অসাধারণ খেলার জন্য নিয়মিত ডাক পাচ্ছেন তারা। এবারের আইপিএলে তাদেরকে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রাখা হয়েছে। ২ কোটি রুপির বিভাগে রয়েছেন তারা।
আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে। এবারের নিলামে বাংলাদেশের নয় ক্রিকেটার।
দুবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন সাকিব। আর অভিষেক মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জেতেন ফিজ। ২০১৬ সালের আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন মুস্তাফিজ।
গত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়েছেন খেলেছেন মুস্তাফিজ। দল ভালো করতে না পারলেও উজ্জ্বল ছিলেন কাটার-মাস্টার। তবে গতবার কলকাতার হয়ে উল্লেখযোগ্য ভালো খেলতে পারেননি সাকিব।
আরআই