মন্তব্য
হোয়াইট হাউজে চলছিল গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন। এর মধ্যে হঠাৎ করেই ঢুকে পড়লো একটি পাপেট। খরগোশ আকৃতির এ পাপেটের মুখে স্বাস্থ্যবিধি মেনে ছিল মাস্কও।
ইস্টার সানডে উপলক্ষে সচেতনতার বার্তা নিয়েই তার এ আগমন। যা দেখে বিস্মিতি উপস্থিত সাংবাদিকরাও। খরগোশের মতো দেখতে, বেগুনি রঙের জামা পরা পাপেটের মুখে ছিল মাস্ক।