মন্তব্য
মিয়ানমারে আবারও জান্তাবিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হয়েছেন অনেকে। তবে নির্যাতনের পরও সামরিক সরকারবিরোধী ক্ষোভ ছড়িয়ে পড়েছে বড় শহর ছাপিয়ে গ্রামগঞ্জেও। সংকট সমাধানে জরুরি সম্মেলন ডেকেছে আঞ্চলিক জোট আসিয়ান।
মিয়ানমারে আবারও বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার গণতন্ত্রপন্থিদের শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় এ হামলা। এতে আহত হন অনেকে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা প্রায় ছয়শ। নিহতদের মধ্যে অন্তত ৫০ শিশুও রয়েছে।