মন্তব্য
জমকালো আয়োজনে শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। এবারের আসরে সেরার মুকুট উঠেছে তানজিয়া জামান মিথিলার মাথায়। মিথিলাকে মিস ইউনিভার্স বাংলাদেশ করার জন্য লুকানো হয়েছে তার বয়স।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এবার বয়স সীমা ছিল ২৮। এর বেশি হলে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
কিন্তু মিথিলার মাধ্যমিক পরীক্ষার সনদে তার জন্ম তারিখ ৩১ জানুয়ারি ১৯৯২। তিনি ২০০৭ সালে যশোর শিক্ষাবোর্ড থেকে মানবিক বিভাগে এসএসসি পাস করেছেন। শিক্ষা সনদের তারিখ হিসাবে ২০২১ সাল অনুযায়ী মিথিলার বয়স ২৯ বছর। আর প্রতিযোগিতার বছর এবং গ্র্যান্ড ফিনালের তারিখ হিসাব করে মিথিলার বয়স দাঁড়ায় ২৮ বছর ২ মাস।