মন্তব্য
টলিপাড়ার লাভ বার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। বিধানসভা নির্বাচনের আগে দুজন দুদলে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর থেকে ভোটের টিকিট পেয়েছেন কৌশানী। আর বিজেপিতে যোগ দিয়েছেন বনি।
বনি জানান, রাজনীতির দল আলাদা হলেও একসঙ্গেই আছেন বনি-কৌশানী। জুটি এবং সম্পর্ক ঠিকই থাকবে তাদের। রাজনীতি আর ঘর এক করতে চান না বনি। তার তাতে সম্মতি আছে কৌশানীরও।