প্রায় সাড়ে ৩১ শতাংশ নমুনায় করোনা

২৩ জানুয়ারী ২০২২

দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৩১ দশমিক ২৯ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে, শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। মোট আক্রান্তের মধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন, ৭৮২ জন সুস্থ হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা মোট ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর