দেশে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ২১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৬৬ জন। দেশে করোনা রোগী শনাক্ত ও প্রথম করোনা রোগী মৃত্যুর পর একদিনের হিসেবে শনাক্ত ও মৃত্যুর এই সংখ্যাটা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ৪ এপ্রিল সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়, ৭ হাজার ৮৭ জন। গত বছরের ৩০ জুন সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা যায়, ৬৪ জন। মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৩৬০টি, পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩১১টি। ২১ দশমিক ০২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত ৪৮ লাখ ৪৭ হাজার ৯৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪৪।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং নারী ২৭ জন। তাদের মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ৫৪ জন, চট্টগ্রামে চার জন, রাজশাহীতে তিন জন, খুলনায় দুই জন, বরিশালে দুই জন এবং সিলেটে একজন। হাসপাতালে ৬৪ জন এবং বাড়িতে দুই জন মারা গেছেন।
এমকে