লেনদেন বেড়েছে প্রায় ২৭২ কোটি টাকা

০৭ এপ্রিল ২০২১

আগের কার্যদিবসের তুলনায় মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ২৭২ কোটি টাকা। সিংহভাগ শেয়ারের দর বাড়ার সঙ্গে  বড় উত্থান দেখা গেছে সব সূচকের। শেয়ার লেনদেন হয় মোট ৩৪৬টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত ছিল ৯১টির।

মঙ্গলবার লেনদেন হয় ৫০৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ২৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ২৭১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা। মঙ্গলবার  ১৪ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৪৬১টি শেয়ার ৯৫ হাজার ১৮৩ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে লেনদেনের।

প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৮১ দশমিক ৩৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ২১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক ৪৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮৮ দশমিক ২৬ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন ১০ হাজার ১২৬ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৬১ হাজার ৫৭ কোটি ৫০ লাখ ১৯ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর