সরকারের অনুমতি পেলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দেশের সব শপিংমল ও দোকানপাট খুলতে চাচ্ছেন ব্যবসায়ীরা। এজন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন তারা। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এই কথা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন জানান,করোনার সংক্রমণ রোধে সাতদিন (৫-১১ এপ্রিল পর্যন্ত) শর্তসাপেক্ষে সার্বিক কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করলেও বুধবার (৭ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এমন অবস্থায় শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি না দিলে এই শ্রেণির মানুষ না খেয়ে মরবে।
হেলাল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। দাবির সারংশটুকু লিখে প্রধানমন্ত্রীর কাছে ক্ষুদে বার্তাও পাঠানো হয়েছে। চিঠিতে ক্ষুদ্র, পাইকারি, খুচরা মার্কেট ও দোকান বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন তারা।
হেলাল উদ্দিন বলেন, আমরা প্রধানমন্ত্রী তথা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। সরকারি অনুমতি ছাড়া আমরা কোনও হঠকারি সিদ্ধান্তে দোকান খুলবো না। প্রধানমন্ত্রী বাস্তবতা অনুধাবন করে সঠিক সিদ্ধান্তটি দেবেন বলেও আশা করছেন তিনি।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ বাড়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ১১টি নির্দেশনা জারি করেছে সরকার। এর আওতায় নিত্যপনণ্যের দোকান ও ফার্মেসি (ওষুধের দোকান) ছাড়া সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে।
এমকে