বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান একাই তিনজন বিদেশি ক্রিকেটারের অভাব পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স এবং স্ট্র্যাটেজি অ্যানালিস্ট এআর শ্রীকান্ত।
তিনি জানান, সাকিবকে দলে নিতে মুখিয়ে ছিল কলকাতা। সেই পরিকল্পনা তাদের আগে থেকেই করা ছিল। সাকিব একাই তিনজন বিদেশি ক্রিকেটারের অভাব পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই তাকে দলে নেওয়ার জন্য এতোটা উদগ্রীব হয়ে পড়েছিলাম আমরা। সে ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে এবং তার নেতৃত্বগুণও রয়েছে।
২০১১ সাল থেকে আইপিএল খেলছেন সাকিব আল হাসান। প্রথম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন। ২০১৭ সাল পর্যন্ত শাহরুখ খানের কলকাতা তাকে ছাড়েনি।
পরে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। এবার ফের কলকাতায় ফিরলেন তিনি। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কেকেআর। যে কারণে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।