মইন আলিকে নিয়ে তসলিমার মন্তব্যে ক্ষুদ্ধ ইংলিশরা

০৭ এপ্রিল ২০২১

বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায়  আসেন। এবার ইংলিশ ক্রিকেটার মইন আলিকে নিয়ে বিরুপ মন্তব্য করেছেন তিনি। এক টুইটার বার্তার তিনি লেখেন- মইন আলি ক্রিকেটার না হয়ে ইসলামিক স্টেট বা আইএসআইএসের সদস্য ভালো করতেন। 

তার এই টুইটের কারণে ক্ষুব্ধ হয়েছেন ইংলিশ ক্রিকেটারেরা। পরে অবশ্য টুইটটি মুছে দিয়েছেন তসলিমা নাসরিন।

ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই বেশ জনপ্রিয় মইন আলি। ইংল্যান্ডের জাতীয় দলে খেলেও সব সময় নিজেকে অ্যালকোহল জাতীয় পানীয় পান থেকে বিরত রাখেন। মদ প্রস্তুতকারক কোনো প্রতিষ্ঠানের লোগোও নিজের জার্সিতে ব্যবহার করেন না। 

এবার তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের লোগোতেও আছে মদের বিজ্ঞাপন। ভারতীয় গণমাধ্যম জানায়, ওই লোগো না কি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন মঈন। যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় খবরটি মিথ্যা।

এরই মধ্যে মইনকে নিয়ে একটি টুইট করেন তসলিমা নাসরিন। সেখানে তিনি লিখেছেন, ‘মঈন আলি যদি ক্রিকেটে না আসতেন, তাহলে তিনি সম্ভবত সিরিয়ায় যেতেন আইএসআইএসে যোগ দিতে।’

ওই টুইটারে ক্ষুব্ধ হয়েছেন তার সতীর্থরা। তারা জবাবও দিয়েছেন বেন ডাকেট, স্যাম বিলিংস ও তারকা পেসার জফরা আর্চাররা। 

তসলিমাকে উদ্দেশ্য করে ইংলিশ তারকা জফরা আর্চার লেখেন, ‘আপনি কি ঠিক আছেন? আমার তো মনে হয় না।’


মন্তব্য
জেলার খবর