পেশায় একজন ক্রিকেটার হলেও ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় দেন না মইন আলি। ইসলামের বিধানগুলো সুচারুরূপে পালন করার চেষ্টা করেন। পান করেন না মদ। এমনকি নিজের জার্সিতে মদ প্রস্ততকারী প্রতিষ্ঠানের কোনো লোগো থাকুক সেটাও পছন্দ করেন না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, মইন আলি নিজের জার্সি থেকে মদের বিজ্ঞাপণের লোগো সরানোর অনুরোধ করেছেন। এমনকি সেই অনুরোধে সাড়াও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তার জার্সি থেকে লোগো সরিয়ে নিতে চেয়েছে তারা।
তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মদের বিজ্ঞাপন সরানো নিয়ে মইন আলি কোনো অনুরোধই করেননি বলে জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথ। তিনি জানান, মন্তব্যটি ভুলভাবে তুলে ধরা হয়েছে। কেউ এ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। এমনকি কোনো খেলোয়াড় কিংবা আমরাও এ নিয়ে কথা বলিনি।’