মন্তব্য
এখনও শুরু হয়নি আইপিএল। এর আগেই দিল্লি ক্যাপিটালসে এলো বড় দুঃসংবাদ। দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে খেলতে পারবেন না। তবে খেলতে না পারলেও সাত কোটি রুপি ঠিকই পাচ্ছেন শ্রেয়াস।
পুরো অর্থটা শ্রেয়াস পাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নিয়মের কারণে। বিসিসিআইয়ের খেলোয়াড়দের জন্য যে বিমা আছে তাতে বোর্ডের চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার যদি দেশের হয়ে খেলতে গিয়ে চোট পান এবং আইপিএল খেলতে না পারেন, সেক্ষেত্রে তাকে তার আইপিএলের পুরো বেতনই দেয়ার নিয়ম।
দেশের হয়ে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন শ্রেয়াস। তাই তিনি সাত কোটি রুপি পাবেন। এই সুযোগ শুধু মাত্র বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।