মন্তব্য
আইপিএল খেলতে কোলকাতায় আছেন সাকিব আল হাসান। দলের অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি। কোলকাতাও সাকিবকে পেয়ে দারুণ খুশি। ফেসবুক গ্রুপে একটি পোস্ট করে তারা বলেছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।
গত বছর অবশ্য নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলতে পারেননি। ইএসপিএনক্রিকইনফফোকে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চান তিনি।
সাকিব আরও বলেন, ‘আমাদের দলের বোলিং বিভাগ সবচেয়ে শক্তিশালী। আর ২০১৪ সালের আইপিএল ছিল আমার নিজের সেরা টুর্নামেন্ট। সেবার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করেছিলাম।’