ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

০৭ এপ্রিল ২০২১

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে  বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘি লালগছ গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।

বড় ভাইয়ের নাম রবিউল আলম, তার ছোট ভাইয়ের নাম- ফিরোজ আলম । তারা ওই গ্রামের বাসিন্দা শারাফত আলীর ছেলে।রবিউল ইসলাম পেশায় মটর পরিবহন (১৬৬০) শ্রমিকের সদস্য ছিলেন। ফিরোজ আলম বেকার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার আগে কোন এক কারণে  ফিরোজ আলমকে শাসন করে রবিউল। এসময় জমি সংক্রান্ত বিরোধ টেনে ‍ছুরি দিয়ে রবিউলকে এলোপাথারি আঘাত করে ফিরোজ। রবিউলের চিৎকারে বাড়ির আশপাশের লোকজনসহ পরিবারের সদস্যরা এগিয়ে আসে। এরপর দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কাউছার আহাম্মেদ তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজ আলম  কয়েকদিন আগে বাজার থেকে ধারালো একটি ছুরি এনে বাসায় রেখেছিলেন বলে জানায়ও তারা।

চিকিৎসক জানান, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তেঁতুলিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান, ফিরোজ আলমকে আটকের চেষ্টা চালছে।

 

আবু নাঈম/এমকে

 


মন্তব্য
জেলার খবর