বাবার হত্যা মামলায় ছেলে গ্রেফতার

০৭ এপ্রিল ২০২১

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ে বাবার করা হত্যা মামলায় তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জগদল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলায় বলা হয়েছে, মাদক সেবনের টাকা না পেয়ে ছেলে তার মাকে হত্যা করেছে।

গ্রেফতার ছেলের নাম শহিদুল ইসলাম (৩২), সে পঞ্চগড় পৌর শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকার আব্দুল মজিদের ছেলে। ৩ এপ্রিল শহিদুলকে আসামি দেখিয়ে সদর থানায় মামলাটি করেন আব্দুল মজিদ।  

গত শনিবার (৩ এপ্রিল) দুপুরে শহিদুল ইসলাম তার মা জয়তুন বেগমের (৫০) ঘাড়ে মাছ শিকারে ব্যবহৃত কোঁচ দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে জয়তুন বেগমকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় জানানো হয়েছে- ঘটনার দিন সকাল থেকেই মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চাচ্ছিল শহিদুল। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে হত্যা করা হয়।

আব্দুল মজিদ জানান, শহিদুল এর আগেও মাদক সেবনের টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা-মাকে রক্তাক্ত করেছে। কয়েকবার পুলিশের হাতেও তুলে দেয়া হয় তাকে। পঞ্চগড় সদর থানার অফিসার্স ইনচার্জ(ওসি)আবু আককাস আহমদ বলেন, শহিদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আবু নাঈম/এমকে


মন্তব্য
জেলার খবর