শনাক্তে ফের ভাঙলো রেকর্ড

০৮ এপ্রিল ২০২১

দেশে করোনা রোগী শনাক্তের ক্ষেত্রে আগের দিনের সৃষ্ট রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়্। এই সময়ে শনাক্ত হয়েছে সাত হাজার ৬২৬ জন করোনা রোগী, মারা গেছেন করোনা আক্রান্ত ৬৩ জন। মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের রেকর্ড ভেঙে মঙ্গলবার শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জনের।  এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন,  সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। এখন পর্যন্ত ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫০।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৬ জন। নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ৬৬৮টি, পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি। মারা যাওয়াদের মধ্যে ৩৯ জন পুরুষ, নারী ২৪ জন। তাদের মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ৪১ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে চার জন, খুলনায় দুই জন, বরিশালে এক জন, ময়মনসিংহে দুই জন ও সিলেটে তিন জন এবং সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর