মন্তব্য
তীব্র সমালোচনার মুখে নগ্ন ভিডিওর জন্য এবার ক্ষমা চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।
মঙ্গলবার দিবাগত রাতে মিথিলা একটি গণমাধ্যমের কাছেও নিজের ভুল স্বীকার করেন৷ তিনি সেখানে বলেন, ‘আমি যেটাই করেছি ভুল করেছি। আমি মাফ চাইছি। মানুষ ভুল করে এটাই স্বাভাবিক। কেউ ভুল করে যদি মাফ চায় তারপর তো আর প্যাঁচানোর কিছু নাই।’
তিনি বলেন, মানুষ ছোট থাকতে বা অনেকে না বুঝে ভুল করে ফেলে। মানুষ যদি কারও কাছে মাফ চায় সেখানে আমরা মাফ করে দিতেই পারি।’