নামাজের আগে-পরে মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ

০৮ এপ্রিল ২০২১

এখন থেকে নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ  এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনও সভা সমাবেশ করা যাবে না। আর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করতে হবে।  বর্তমানে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই নির্দেশনা। বুধবার (৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নির্দেশনার বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ মার্চের (২০২১) প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিলের (২০২১) নির্দেশনা মোতাবেক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ৫ এপ্রিল জারি করা সব নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে। এসব নির্দেশনা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী ।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর