মন্তব্য
অভিনয় ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি ফার্মে চাকরি করা 'আশিক বানায়া আপনে' খ্যাত অভিনেত্রী আবারও ফিরছেন শোবিজে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া তনুশ্রী বেশ কিছু বছর থেকেই পরিকল্পনা করছেন বলিউডে ব্যাক করার৷ কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনাও হয়েছে।
অবশেষে আভাস মিলেছে তার নতুন সিনেমার। ফিল্ম বিটের এক প্রতিবেদন অনুসারে, করণ সিং গ্রোভার এবং রণদীপ হুদার বিপরীতে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটির জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।
তনুশ্রীও নিজেকে তৈরি করছেন৷ মুটিয়ে যাওয়া ফিটনেসে শান ধরাচ্ছেন সেই আগের মতো করে৷ কতোটা সাফল্য পাবেন নতুন করে ইনিংস শুরুতে তা সময়ই বলবে।