মন্তব্য
এবার শোবিজ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন ভারতীয় টিভি অভিনেতা শাকিব খান। অভিনয়কে চিরদিনের মতো বিদায় জানিয়েছেন বলে সোশাল মিডিয়ায় ঘোষণা দিয়েছেন তিনি।৷
সোস্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমার হাতে অনেক কাজ আছে৷ বেশ কিছু ভালো প্রডাকশনের প্রস্তাব আছে৷ কিন্তু আমি এখানে আর কাজ করি তাতে আল্লাহর সায় নেই। আমি স্পষ্টই তা অনুধাবমন করছি। তাই অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলাম। আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।'
স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন শাকিব। সেখানে দেখা যাচ্ছে টুপি পরে কোরআন মাজীদ হাতে দাঁড়িয়ে আছেন তিনি।