পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সব আঘাত থেকে রক্ষা করতে হবে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহ শুরু হয়েছে, রাজধানী ঢাকার রাজারবাগে ঢাকা মহানগর পুলিশ লাইনসে এ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেওয়াসহ সপ্তাহের উদ্বোধন করেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। পুলিশ সপ্তাহ উদযাপন নব-উদ্যমে কাজ করতে পুলিশ সদস্যদের প্রেরণা জোগাবে বলেও প্রত্যাশা করেন শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সপ্তাহের প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। খোলা জিপে প্যারেড পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পরে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহস ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সার্ভিসের কৃতী সদস্যদের পুলিশ পদক দেন। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে