এভারেস্টে উঠতে পরতে হবে মাস্ক

০৮ এপ্রিল ২০২১

প্রায় এক বছর পর আবার পর্বতারোহীদের মাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতি দিল নেপাল সরকার। গত এক বছরে নেপালের পর্যটনশিল্প ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। তবে এভারেস্টে চড়ার ক্ষেত্রে পর্বতারোহীদের একাধিক নিয়ম মানতে হবে।

এসব নিয়মের মধ্যে রয়েছে মাস্ক ছাড়া পর্বতারোহণ করা যাবে না। এভারেস্ট অভিযানের আগে পর্বাতারোহীকে করোনা টেস্ট করাতে হবে। গায়ে গা লাগিয়ে পর্বতারোহণ বন্ধ। পর্বতারোহীরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে পারবেন না। 

টাইমস অফ ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর