লকডাউনে জমজমাট পার্টি!

০৮ এপ্রিল ২০২১

করোনা বিধিনিষেধ তোয়াক্কা না করে এমন কিছু গোপন ডিনার পার্টির আয়োজন করেছিল ফ্রান্সের কিছু অভিজাত রেস্তোরাঁ। তারই একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। একটি টিভি চ্যানেলের নারী সাংবাদিক পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করেছেন। 

সেই ভিডিওতে দেখা গেছে, পার্টির আয়োজকরা তরুণীকে বলছেন, ‘শুধু এক বার এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করুন। এই দুনিয়ায় করোনা বলে কিছু নেই।’ 

মাথাপিছু খাওয়ার খরচ ন্যূনতম ১৮৯ ডলার। ৫৭৮ ডলার খরচ করতে পারলে চুমুক দেওয়া যাবে শ্যাম্পেনে। সেখানে অভিজাত অতিথিরা ঘুরে বেড়াচ্ছেন হল জুড়ে। পরিবেশন করছেন সুসজ্জিত ওয়েটারেরা। অতিথি বা পরিবেশন কর্মী- কারও মুখে অবশ্য মাস্ক নেই। 


মন্তব্য
জেলার খবর