দেরিতে হলেও প্রণোদনা পাবেন ব্যবসায়ীরা

২৩ জানুয়ারী ২০২২

করোনাকালে ব্যবসায়ীদের জন্য ঘোষিত প্রণোদনা দেরিতে হলেও অবশ্যই তাদের দেওয়া হবে- জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, দেওয়া প্রণোদনা বাতিল হবে না, বাতিলের কোনও ব্যবস্থা নেই। রোববার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান,  প্রণোদনা ঘোষণাকালে দেওয়া সব শর্ত পূরণ করলে ব্যবসায়ীরা প্রণোদনা পেয়ে যাবেন। করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আছে । কাজেই যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ কিছু হবে না।

এমকে


মন্তব্য
জেলার খবর