ঝড়ের সময় জাহাজ চলাচলে আরও সতর্ক হওয়ার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

০৮ এপ্রিল ২০২১

কালবৈশাখী ঝড়ের সময়ে নদীপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, যাত্রীসাধারণকেও সতর্কতার সঙ্গে চলতে হবে। নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১’র উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার (৭ এপ্রিল) এই আহবান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের চেয়ে বর্তমানে নৌ-দুর্ঘটনা অনেক কমে এসেছে। দুর্ঘটনামুক্ত নদীপথ গড়ে তোলা নৌপরিবহন অধিদফতরের প্রধান দায়িত্ব। নৌ-দুর্ঘটনা কমে আসার কারণ হচ্ছে—নৌযানের ডিজাইন, নৌপথ নিরাপদ করার জন্য যা করণীয় তা করা হচ্ছে। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে নৌ-খাত দুর্বার গতিতে এগিয়ে  চলছে।  তিনি জানান, নৌপথ দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে রয়েছে। নৌপথের সংরক্ষণ কেবল সৌন্দর্য নয়, দেশের অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখে।  এসময় নৌ-খাতের আরও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর