করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডলকার। বাড়ি ফিরলেও বাড়িতে থাকতে হবে তাকে। বাইরে বের হওয়ায় থাকবে নিষেধাঙ্গা। এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি।
শচিন লেখেন, ‘হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আপাতত বাসাতেই থাকব। সুস্থ হওয়ার প্রক্রিয়া চলবে। যে শুভেচ্ছা পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। যে চিকিৎসাকর্মীরা আমার যত্ন নিয়েছেন, তাদের ধন্যবাদ। তারা এই কঠিন পরিস্থিতিতে গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’
২৭ মার্চ করোনায় আক্রান্ত হয়েছিলেন শচিন। সেদিনই ছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে শচিনদের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি। নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে সেদিন লিখেছিলেন, ‘আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসাপাতালে ভর্তি হলাম। আশাকরি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।’