মন্তব্য
'মিশন মাজনু' সিনেমার শুটিং শেষেই কিংবদন্তী অমিতাভ বচ্চনের সঙ্গে নতুন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তেলেগুর জনপ্রিয় তারকা রেশমিকা মন্দানা। এর নাম 'গুডবাই'।
রেশমিকা জানান, 'প্রথমে আমাকে যখন সিনেমার স্ক্রিপ্ট দেওয়া হয় আমি তখন পুরোটা পড়া শুরু করলাম। সিনেমার অন্য অভিনেতা কারা তা নিয়ে কোনো ধারণাই ছিল না। কিন্তু যখন শুনলাম বচ্চন স্যারের কথা, সত্যি বলতে আমার কিছুই বিশ্বাস হয়নি। আমি হতবাক হয়ে ছিলাম।'