কাতারে কঠোর বিধি-নিষেধ

০৯ এপ্রিল ২০২১

কঠোর বিধি-নিষেধ জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার থেকে কঠোর বিধি-নিষেধ কার্যকর হবে।

জিম, সুইমিংপুল, ওয়াটার পার্ক, স্পা ছাড়াও নতুন বিধি-নিষেধের কারণে জাদুঘর, সিনেমা, লাইব্রেরি এবং নার্সারি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ক্যাফে এবং রেস্টুরেন্টের ভেতরে বসে খাবার খাওয়া যাবে না এবং কোনো খাবারের দোকান, ক্যাফে বা রেস্টুরেন্ট খোলা জায়গায় চালু করা যাবে না। একই সঙ্গে পার্ক এবং বীচে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাইক্লিংয়েও নিষেধাজ্ঞা আনা হয়েছে। সামাজিক সমাবেশ বা ছোট পরিসরে লোক সমাগম করা যাবে না। সরকারি এবং বেসরকারি অফিসগুলোতে ৫০ শতাংশের বেশি লোকজন উপস্থিত থাকতে পারবেন না। রমজান মাসে বাড়িতে বসেই নামাজ আদায় করতে হবে।


মন্তব্য
জেলার খবর