মন্তব্য
মিয়ানমারে জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নিহতদের স্মরণে জুতায় ফুল রেখে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
এদিকে দেশটির মডেল ও অভিনেতা পাইং তাখোনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
পাইং তাখোন (২৪) মিয়ানমার ও থাইল্যান্ডে সুপরিচিত একজন মডেল ও অভিনেতা। সেলিব্রেটিদের মধ্যে সর্বশেষ তাকেই আটক করা হলো।