পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ হচ্ছে শিক্ষার্থীরা

০৯ এপ্রিল ২০২১

ভারতে মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, কোনো ধরনের পরীক্ষা ছাড়াই নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড বলেন, বর্তমানের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে এবং শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে রাজ্যের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে- রাজ্যের অধীনে থাকা স্কুলগুলোর নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়েই পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

ইন্ডিয়া টিভি


মন্তব্য
জেলার খবর