আমিরকে চুমু খাওয়ার কথা ভুলতে পারিনি : কারিশমা

০৯ এপ্রিল ২০২১

এক সাক্ষাৎকারে কারিশমা কাপুর বলেন, ‘রাজা হিন্দুস্তানি ছবিতে চুমুর দৃশ্যের জন্য খুব খাটতে হয়েছিল আমাদের। মনে আছে, সেদিন রানিক্ষেতে খুব বৃষ্টি। পাতলা শিফনের পোশাকে আমি। একপ্রকার ঠাণ্ডায় কাঁপছি।

দুজনই পুরো ভিজে গিয়েছিলাম। ওই সময়ই একটা গাছের তলায় আমির আমার ঠোঁটে ঠোঁট রাখে। বহুবার রিটেক হয় দৃশ্যটি। শুটিং করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। পরে জানতে পারি, সেই সময়ে রুপালি পর্দার সবচেয়ে দীর্ঘ চুম্বনের দৃশ্য ছিল সেটি।’

সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে একগাল হেসে কারিশমা আরো জানান, পর্দায় আমিরকে চুমু খাওয়ার কথা আজও ভুলতে পারেননি তিনি। 


মন্তব্য
জেলার খবর