মন্তব্য
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ রাজপরিবারের দ্বন্দ্বকে তার ২২ বছরের শাসনের ‘সবচেয়ে বেদনাদায়ক’ ঘটনা বলে মন্তব্য করেছেন।
বুধবার এক লিখিত বিবৃতিতে বাদশাহ আবদুল্লাহ বলেন, আমাদের একটি ঘর ও ঘরের বাইরে থেকে রাষ্ট্রদ্রোহ হয়েছে। আলহাশিম পরিবারের প্রধান, একজন ভাই ও গর্বিত জনগণের নেতা হিসেবে এই যন্ত্রণা, বেদনা ও ক্ষোভ অতুলনীয়।
প্রিন্স হামজা কোথায় আছেন, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই বাদশাহ বলেন, রাজপরিবারের এই জনপ্রিয় সদস্য তার পরিবারের সঙ্গে তার প্রাসাদে আমার তত্ত্বাবধানে আছেন। রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সিএনএন