ইমরান খানের মন্তব্যের প্রতিবাদ সাবেক স্ত্রীর

০৯ এপ্রিল ২০২১

পাকিস্তানে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য নারীদের পোশাককে দায়ী করে তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।  এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন  ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।  

ইমরানের সাবেক স্ত্রী বিদ্রূপ করে বলেন, আমার ধারনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য মিসকোড করা হয়েছে।  তিনি বরং বলতে চেয়েছেন ধর্ষণ কমাতে পুরুষের চোখে পর্দা দেওয়া উচিত।

কোরআনের একটি আয়াতের রেফারেন্স দিয়ে জেমিমা বলেন, কোরআনে পুরুষদের চক্ষু ও বিশেষ অঙ্গ সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটেনের ফিল্মমেকার জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান খান।  ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টিকে ছিল তাদের সংসার।  


মন্তব্য
জেলার খবর