হা-হুতাশ কমে যাবে, সবার কাছে টাকা-পয়সা থাকবে

০৯ এপ্রিল ২০২১

চলমান করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করাই আগামী বাজেটের প্রধান লক্ষ্য। এই কাজগুলো করতে পারলে সবার হা-হুতাশ কমে যাবে, সবার কাছে টাকা-পয়সা থাকবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ব্যবসায়ীদের সঙ্গে ভার্চুয়ালি প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রেভিনিউ জেনারেট করা। রেভিনিউ জেনারেট করতে গিয়ে যেন অন্য কোনও বিষয় মুখোমুখি চলে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তিনি আরও জানান, দেশের সব মানুষই মূল্যবান সম্পদ। প্রত্যেক মানুষের জীবন-জীবিকা যাতে ব্যাহত না হয়, সেজন্যই কাজ করছে সরকার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর