জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত বিএনপি

২৩ জানুয়ারী ২০২২

রাজনীতির মাঠে পরাজিত বিএনপি এখন নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, শুধু এই আইন নয়, বরাবরের মতো নির্বাচন ও নির্বাচনি প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, বিএনপি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ ও বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, ষড়যন্ত্রের নতুন নতুন নাটক মঞ্চায়ন করেছে। কিন্তু মরা গাঙ্গের খরা কাটেনি তাদের। তাই  উদভ্রান্তের মতো প্রলাপ বকতে শুরু করেছে।  মিথ্যাচার এবং বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণ ও বক্তব্য প্রদানের জন্য বিএনপি নেতাদের প্রতি  আহবান জানান ওবায়দুল কাদের।

ইসি গঠন সংক্রান্ত আইনের বিষয়ে ওবায়দুল কাদের আরও জানান, দেশের সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনের একটি খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে বিলটি উত্থাপিত হয়েছে এবং সংসদীয় বিধান অনুযায়ী বিলটি পাস হবে। অথচ বিএনপি নেতারা উত্থাপিত আইনটি সম্পর্কে সম্পূর্ণ না জেনে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বন্দুকের নলের মুখে অসাংবিধানিক ও অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে যাদের নেতা নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে,  তাদের আইনি কাঠামোর প্রতি আস্থা থাকবে না এটাই স্বাভাবিক।

 

এমকে


মন্তব্য
জেলার খবর