উদ্ভুদ করোনা পরিস্থিতিতে শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে অবশ্যই যথাযথভাবে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি, না মানলে সংশ্লিষ্টজনের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ।
প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. রেজাউল ইসলাম। প্রসঙ্গত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে সম্প্রতি সাতদিনের জন্য ১১ দফার কঠোর নির্দেশনা জারি করে সরকার।১১ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা পালনের মেয়াদকালে জরুরি নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া অন্য দোকানপাট বন্ধ রাখতে বলা হয়।এ অবস্থায় করোনার স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে সরকারের কাছে চিঠি দেন ব্যবসায়ীরা।চিঠি দেওয়ার পরই এমন সিদ্ধান্ত এসেছে সরকারের তরফ থেকে।
এমকে