৯টা-৫টা খোলা থাকবে দোকানপাট ও বিপণী বিতান

০৯ এপ্রিল ২০২১

উদ্ভুদ করোনা পরিস্থিতিতে শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে অবশ্যই যথাযথভাবে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি, না মানলে সংশ্লিষ্টজনের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। বৃহস্পতিবার (৮ এপ্রিল)  প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ।

 

প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. রেজাউল ইসলাম। প্রসঙ্গত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে সম্প্রতি সাতদিনের জন্য ১১ দফার কঠোর নির্দেশনা জারি করে সরকার।১১ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা পালনের মেয়াদকালে জরুরি নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া অন্য দোকানপাট বন্ধ রাখতে বলা হয়।এ অবস্থায় করোনার স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে সরকারের কাছে চিঠি দেন ব্যবসায়ীরা।চিঠি দেওয়ার পরই এমন সিদ্ধান্ত এসেছে সরকারের তরফ থেকে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর