২০২১-২২ অর্থবছরে দেশে নিবিড় ও সম্প্রসারিত চাষাবাদের জন্য রাসায়নিক সার প্রয়োজন হবে ৫৭ লাখ টন। এর মধ্যে ইউরিয়া ২৬ লাখ টন, টিএসপি ৭ লাখ টন, ডিএপি ১৬ লাখ ৫০ হাজার টন ও এমওপি ৭ লাখ ৫০ হাজার টন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভায় এ কথা জানানো হয়। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে সব সারের চাহিদা ছিল ৫৩ টন।এর মধ্যে ইউরিয়া ২৫ লাখ ৫০ হাজার টন, টিএসপি ৫ লাখ, ডিএপি ১৫ লাখ টন ও এমওপি ৭ লাখ ৫০ হাজার টন। সেই হিসাবে রাসায়নিক সারের চাহিদা বেড়েছে ৪ লাখ টন।
সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের । উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, সংসদ সদস্য আব্দুল হাই, জোয়াহেরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম ও অতিরিক্ত সচিব মাহবুবুল ইসলামসহ কমিটির সদস্যরা ।
এমকে