গণপরিবহনে শর্ত উপেক্ষিত হলে কঠোর হবে সরকার

০৯ এপ্রিল ২০২১

জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় সরকার ঢাকাসহ অন্য সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোনভাবে শর্ত উপেক্ষা করে পরিবহন চালালে আবারও কঠোর হতে বাধ্য হবে সরকার। গণপরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এমন হুশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সম্প্রতি সাতদিনের জন্য ১১টি কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। ১১ এপ্রিল পর্যন্ত নিদের্শনার মেয়াদকালে প্রথমে সারা দেশে গণপরিবহন বন্ধ করা হয়। কিন্তু পরবর্তীতে করোনার স্বাস্থ্যবিধি মানা ও গণপরিবহনের মোট আসনের ৫০শতাংশ ফাঁকা রেখে যাত্রী বহনের শর্ত ‍জুড়ে দিয়ে শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। এসময়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করতেও বারণ করা হয়েছে গণপরিবহন শ্রমিক-মালিকদের।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর