ট্রাকচাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক

০৯ এপ্রিল ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৯এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়িয়া মাদরাসার সামনে পান্টি-হরিনারায়ণপুর সড়কে এই দূর্ঘটানা ঘটে। সিফাত কাঞ্চনপুর গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে, নিয়ামত বাড়ীয়া শাহ নিয়ামত উল্লাহ হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। এদিকে পালিয়ে যাওয়ার সময় দুটি যানবাহনকে ধাক্কা দিলে জনতা ট্রাকটির চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা গেছে, পান্টি বাজারগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে দূর্ঘটনার পরে ট্রাকটির চালক ও হেলপার ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে পান্টি বাজারে ঢুকে পড়ে। সেখানেও একটি অটোভ্যান ও দুইটা ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় সাধারণ মানুষ ট্রাকসহ চালক-হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পান্টি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক আহমেদ জানান, ট্রাকসহ ড্রাইভার ও হেলপার আমাদের হেফাজতে আছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএস/এমকে

 


মন্তব্য
জেলার খবর